টিউশন ফি পলিসি:

– মাসিক টিউশন ফি প্রতি ইংরেজি মাসের ১০ তারিখের মধ্যে আদায় করতে হবে।
– ইংরেজি মাসের ১৫ তারিখের মধ্যে টিউশন ফি আদায় না করলে ৫০০ টাকা জরিমানা যুক্ত হবে।
– একাধারে দুইমাসের টিউশন ফি বকেয়া থাকলে  কর্তৃপক্ষ শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে পারবেন।
– একাডেমি কর্তৃপক্ষ প্রয়োজনে টিউশন ফি রিভাইস করতে পারবে।
– কেউ ভর্তি বাতিল করতে চাইলে তাকে চলমান টার্মের টিউশন ফি পুরোপুরি আদায় করতে হবে।
– টিউশন ফি নগদ এবং ব্যাংকে পরিশোধ করা যাবে।